শিরোনাম
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগে শহীদুজ্জামান সরকার বিএনপিতে শামসুজ্জোহা না নাজিবুল্লাহ

বাবুল আখতার রানা, নওগাঁ

আওয়ামী লীগে শহীদুজ্জামান সরকার বিএনপিতে শামসুজ্জোহা না নাজিবুল্লাহ

ভারত সীমান্ত ঘেঁষা পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। ইতিহাস- ঐতিহ্যে উপজেলা দুটি প্রাচীন নিদর্শনে ভরপুর। ধামইরহাটে রয়েছে জাতীয় উদ্যান আলতাদীঘি-শালবন, মুসলিম নিদর্শন মাহিসন্তোষ, ভিমের পান্টি, জগদল বিহার, আগ্রাদ্বিগুণ বিহার। আর পত্নীতলায় রয়েছে দিবর দীঘিসহ নানান নিদর্শন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ আসনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্প ধারার প্রার্থীরা মাঠে নেমেছেন। জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শহীদুজ্জামান সরকার ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খানের কাছে পরাজিত হলেও নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার নির্বাচিত হন। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। শহীদুজ্জামান সরকার এ আসনের বর্তমান এমপি। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন চাইবেন। এ ছাড়া আওয়ামী লীগ থেকে নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক ও আখতারুল আলম মনোনয়নপ্রত্যাশী। বিএনপি থেকে এ আসনে বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান গণসংযোগ করছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাসহ কর্মিসভা করে যাচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, আমি তিনবার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এবারও মনোনয়নের বিষয়ে আমি আশাবাদী। আমার সময় এলাকায় যে উন্নয়ন হয়েছে তার ধারেকাছেও কেউ আসতে পারবে না। নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীও এবার মনোনয়ন চাইবেন। তিনিও এলাকায় কাজ করছেন। জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী যে, দল আমাকে মনোনয়ন দিলে আমার জয় নিশ্চিত। জাতীয় পার্টি থেকে নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বি এস হুমায়ন কবির চৌধুরী এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বিকল্পধারা থেকে দলের যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান মনোনয়ন চাইবেন। বিকল্পধারার এই নেতা বলেন, জনগণ এখন নতুন নেতৃত্বে প্রত্যাশী। ভোটাররা এখন তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পেতে বিশ্বাসী।

সর্বশেষ খবর