বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছয় কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন লাগানোর দায়ে ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তাদের বারবার এসব সাইনবোর্ড সরানোর জন্য নির্দেশনা দেওয়া হলেও তা না মানায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রশ্রী রড়ুয়া বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছিলাম। কোচিং সেন্টারগুলোকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা ব্যানার, সাইনবোর্ড সরায়নি। তাই তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় তারা আর এই কোচিং ব্যবসা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স বাতিল হওয়া কোচিং সেন্টারগুলো হচ্ছে— ইউসিসি, ইউনিএইড, আইকন, আইকন প্লাস, ওমেগা এবং প্যারাগন কোচিং সেন্টার। এ ছাড়া ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ১০০টি দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। নির্ধারিত জায়গার অতিরিক্ত ব্যবহার করায় আটটি দোকানের প্রত্যেকটিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর