বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে ভরাট সেই ট্র্যাজেডিস্থল

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর রীমা কমিউনিটি সেন্টারের ‘সেই ট্রাজেডিস্থল’ অবশেষে ভরাট হয়েছে গতকাল মঙ্গলবার। রীমা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, প্রকৌশলীর নতুন নকশা অনুযায়ী ফটকের নিচে যে ঢালু পথটি ছিল সেটি প্রায় দেড়-দুই ফুট উঁচু করা হয়েছে। পাশে দুই ফুট উঁচু ইটের দেয়াল দেওয়া হচ্ছে। সেখানে থাকবে স্টিলের বেড়া। কাজ তদারকি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল মান্নান। তিনি বলেন, প্রকৌশলীদের তত্ত্বাবধানে ১৬ জন নির্মাণ শ্রমিক ঢালু পথটি ভরাটের মাধ্যমে উঁচু করার কাজটি সম্পন্ন করেছেন। এখনো অনেক কাজ বাকি। সব শেষ করতে চার-পাঁচ দিন লাগবে। এ ঘটনার পর বেশ কয়েকটি বুকিং বাতিল করেছি। ট্র্যাজেডির দিন আয়োজকদের পক্ষে দায়িত্ব পালনকারী ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ভরাটের কাজ করার সময় আমি উপস্থিত ছিলাম। প্রকৌশলীদের নকশা অনুযায়ী কাজ হচ্ছে, যাতে আগামী দিনে কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে। এক্স কাউন্সিলর ফোরামের সদস্য সচিব জামাল হোসেন বলেন, চট্টগ্রামের শোকের মধ্যে আরেকটি শোক যুক্ত হয়েছে এ মর্মান্তিক ট্রাজেডি।  প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ইনতেকাল করেন। ১৮ ডিসেম্বর মহিউদ্দিনের কুলখানিতে তার পরিবার নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করে। কুলখানিতে নগরীর এস এস খালেদ সড়কে রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়। আহত হন ২৫ জন। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ, এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ১ লাখ ১০ হাজার, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার, হিন্দু ফাউন্ডেশন থেকে ১০ হাজার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর