বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সাফল্য

লিভার সিরোসিসে আক্রান্তদের জীবন বাঁচাবে স্টেমসেল

নিজস্ব প্রতিবেদক

লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের দেহে স্টেমসেল ব্যবহার করে সুফল পাওয়া গেছে। দেড় বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগে ৩৭ রোগীর দেহে স্টেমসেল ব্যবহার করে ৩৪ জনের ক্ষেত্রে সফলতা পাওয়া গেছে। গতকাল বিএসএমএমইউর ডা. মিলন হলে দিনব্যাপী স্টেমসেল রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, স্টেমসেল রিজেনারেটিভ মেডিসিন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অনন্য সংযোজন। প্রায় দেড় বছর ধরে দেশে স্টেমসেল থেরাপি নিয়ে কাজ হচ্ছে। লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের স্টেমসেল ব্যবহার করে তারা সুফল পেয়েছেন। স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি ও বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের নতুন সংযোজন স্টেমসেল থেরাপি পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশ চিকিৎসাবিজ্ঞানের জগতে আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশেষ অতিথি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, স্টেমসেল থেরাপি ব্যবহার করে লিভার সিরোসিসের রোগীকে বাঁচিয়ে রাখা যায়, এটি এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ খবর