সোমবার, ১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পুলিশ সপ্তাহ ২০১৮

বিপিএম-পিপিএম পাচ্ছেন ১৮২ জন

নিজস্ব প্রতিবেদক

অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১৮২ জন পুলিশ সদস্যকে বিশেষ পদক দেওয়া হচ্ছে। আগামী ৮ জানুয়ারি থেকে ‘জঙ্গি ও মাদক প্রতিকার, পুলিশ সপ্তাহের অঙ্গীকার’ শ্লোগানে শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহে তুলে দেওয়া হবে এ পদক। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদক প্রাপ্তদের মধ্যে ১০৬ জন পাবেন জঙ্গি দমনে বিশেষ ভূমিকার জন্য। ২০১৭ সালের ২৪ মার্চ সিলেটের আতিয়া মহলে গ্রেনেড বিস্ফোরণে নিহত র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ, পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সর ও পরিদর্শক মনিরুল ইসলামকে দেওয়া হচ্ছে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম, সাহসিকতা)। তবে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ মামলার তদন্তে বিশেষ ভূমিকার জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে দেওয়া হচ্ছে পিপিএম পদক। সূত্র আরও বলছে, স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ সংখ্যক পদক পাচ্ছেন পুলিশ সদস্যরা। এবারই প্রথম পদক দেওয়া হচ্ছে যুদ্ধাপরাধ মামলার তদন্তের জন্য দুজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, একজন উপপরিদর্শক এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নিরাপত্তার কাজে ভূমিকা রাখার জন্য একজন সহকারী পুলিশ সুপারকে। এবার ৩০ জনকে বিপিএম সাহসিকতা, ২৮ জনকে বিপিএম সেবা, ৭১ জনকে পিপিএম সাহসিকতা এবং ৫৩ জনকে পিপিএম সেবা পদক দেওয়া হবে। পদক প্রাপ্তদের মধ্যে ২০ জনের অধিক বিভিন্ন দুঃসাহসিক অপারেশনে গিয়ে আহত হয়েছেন। এবার কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত ৪৬ শতাংশ পুরস্কার পাচ্ছেন।

‘বিপিএম’ পাচ্ছেন : সিলেটের আতিয়া মহলে নিহত র‌্যাবের লে. কর্নেল আবুল কালাম আজাদ, পরিদর্শক আবু কয়সর ও পরিদর্শক মনিরুল ইসলাম ছাড়াও পদক প্রাপ্তদের মধ্যে রয়েছেন, সিআইডি’র প্রধান হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি (এটিইউ) শফিকুল ইসলাম, ডিআইজি মনিরুল ইসলাম (অতিরিক্ত কমিশনার ডিএমপি), লে. কর্নেল মাহ্বুব হাসান (র‌্যাব, পরিচালক অপারেশন), লে. কর্নেল মাহবুব আলম (র‌্যাব পরিচালক গোয়েন্দা), মেজর শাহীন আজাদ, ব্যারিস্টার মাহবুবুর রহমান (অপারেশন), দিদার আহম্মদ (খুলনা ডিআইজি), অতিরিক্ত ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর (অধিনায়ক র‌্যাব-১২), হাবিবুর রহমান (পার্সোনাল ম্যানেজমেন্ট), মো. মনিরুজ্জামান (ইন্টিলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স), পুলিশ সুপার নোয়াখালী ইলিয়াছ শরীফ, উপকমিশনার মহিবুল ইসলাম খান (সিটিটিসি), অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান, (সিটি) নাজমুল হক, নাজমুল ইসলাম, রহমত উল্লাহ চৌধুরী, হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া প্রমুখ।

‘পিপিএম’ পাচ্ছেন : ডিআইজি (ক্রাইম) রৌশন আরা, ডিআইজি শফিকুল ইসলাম (বরিশাল রেঞ্জ), বিশেষ সুপার এজাজ আহমেদ (এসবি), বিশেষ পুলিশ সুপার (সিআইডি) রেজাউল হায়দার, মাহবুব আলম (এসপি, টাঙ্গাইল) বিধান ত্রিপুরা (এসপি, হবিগঞ্জ) উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দ্দার (সিটি), জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন (র‌্যাব-১১) প্রমুখ।

সর্বশেষ খবর