বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
দুর্নীতির মামলা

সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারের কারাদণ্ড সম্পদ বাজেয়াপ্ত

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. এহতেশামুল হককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৬ লাখ ৭৪ হাজার ৮০০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে পেশকার মো. আরিফুল ইসলাম সোহাগ সাংবাদিকদের জানান, জামিনে থাকা আসামি মো. এহতেশামুল হক রায় ঘোষণার আগে আদালতে হাজির হন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামির গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

রায়ের আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দোষী সাব্যস্তক্রমে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজর টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। উভয় দণ্ডাদেশ একটির পরে একটি চলবে। এ ছাড়া দণ্ডিত আসামির নিজ নামে জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও অসাধু উপায়ে প্রাপ্ত অ্যাপার্টমেন্ট নং বি-১, ট্রপিক্যাল ব্লিজ, ১৩৭/১ বড় মগবাজার, রমনা, ঢাকা-এর ৩৬ লাখ ৭৪ হাজার ৮৭৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। মামলা সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক সরদার মুনজুর আহমেদ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় ২০১২ সালের ১৫ এপ্রিল মামলা করেন। পরে ঘটনা তদন্ত করে দুদকের উপসহকারী পরিচালক নাসির উদ্দিন ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর