সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উসকানির ফাঁদে পা দেবেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের দুর্নীতি মামলার রায়কে ঘিরে বিভিন্নভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই কারও সঙ্গে পাল্টাপাল্টিতে যাব না। পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, মুজিবর রহমান চৌধুরী প্রমুখ। এর মাধ্যমে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাঠে নামল যুবলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন যুবলীগ নেতারা। ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১০০টি এলাকা ভিত্তিক কমিটি গঠন করেছে। প্রতিদিনই তারা কর্মসূচি নিয়ে মাঠে সোচ্ছার থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো উসকানি দেব না। কোনো উসকানির ফাঁদে পা-ও দেব না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা প্রয়োজন তাই করবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ আছে। জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থা আছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ৮ ফেব্রুয়ারি আদালত রায় দেওয়ার আগেই বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলেছে। খালেদা জিয়াকে আগেই দেউলিয়া ঘোষণা করেছে। এই হচ্ছে বিএনপি। বিএনপির গঠনতন্ত্র থেকে বাতিল হওয়া ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারত না। নির্বাচনে মনোনয়ন নিতে পারত না। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকবে না। ভরা কলসি নাড়া দরকার নেই। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের শান্ত পরিবেশকে অহেতুক কেন আমরা অশান্ত করব। আমাদের মধ্যে কোনো হতাশা নেই। বিএনপিকে নিয়ে আমাদের কোনো অস্থিরতা নেই। বিএনপিকে নিয়ে বিচলিত হচ্ছেন কেন? জনগণের ওপর শেখ হাসিনার আস্থা আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, এই শহরের নির্বাচিত মেয়র হিসেবে বিএনপিকে সাবধান করে দিচ্ছি। ৮ তারিখকে কেন্দ্র করে হঠাৎ কোনো আক্রমণাত্মক ও নাশকতাপূর্ণ কর্মসূচি সহ্য করা হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর