সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা স্বীকার না করলেও পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলমান এসএসসি ও সমমানের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে এক জরুরি সভার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা ও সম্পৃক্ত অপরাধী তাদের ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কমিটির বিষয়ে তিনি বলেন, পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের অভিযোগ যাচাই-বাছাই করবে এ কমিটি। এর ফলে পরীক্ষার্থীদের ওপর কী প্রভাব পড়েছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেসব বিষয় মূল্যায়ন করে পরীক্ষা সম্পর্কে সুপারিশ করবে তারা। এই কমিটি এসএসসি ও সমমানের পুরো পরীক্ষা ‘মনিটর’ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের দুজন, শিক্ষা বোর্ডের তিনজন এবং বিটিআরসির একজন প্রতিনিধি থাকছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা সদস্য সচিব হিসেবে কমিটিতে থাকবেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, কমিটি প্রয়োজন মনে করলে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর