শিরোনাম
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
রাষ্ট্রপতিকে চিঠি

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ ১০ নাগরিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দশটি আন্তর্জাতিক ও স্থানীয় নাগরিক সমাজ সংগঠন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের উদ্দেশে গতকাল লেখা এক উন্মুক্ত চিঠিতে ওই সংগঠনগুলো তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে। চিঠিতে বলা হয়, প্রস্তাবিত আইনটি সিদ্ধান্ত গ্রহণকারীদের কর্মকাণ্ড ও নীতি বিষয়ে গণমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকারকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

সংগঠনগুলো হলো— এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজ্যাপিয়ারেন্স, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস, এফআইডিএইচ ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, অধিকার, পিপলস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড অরগানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার। চিঠিতে ওই সংগঠনগুলো বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের উদ্বেগ জানায়। সংগঠনগুলো মনে করে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে বিতর্ক ও বৈধ উপায়ে গণতান্ত্রিক ভিন্নমত প্রকাশের সুযোগ কমে আসছে। এমন প্রেক্ষাপটে ডিজিচাল নিরাপত্তা আইন মত প্রকাশের অধিকারকে আরও ক্ষুণ্ন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর