শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

বগুড়ায় বাড়ির ছাদে সবজি চাষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাড়ির ছাদে সবজি চাষ

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির ছাদে টব তৈরি করা হয়েছে গাছ লাগানোর উপযোগী করে। পানি নিষ্কাশন, চারা রোপণসহ সবকিছুর জন্য আছে বিশেষ ব্যবস্থা। আছে বেগুনসহ  কয়েক ধরনের সবজির গাছ। নন্দীগ্রাম শহরের কলেজপাড়ায় আইনুল হক রুবেল বাড়ির ছাদে সবজির বাগান করেছেন। তিনি পেশায় একজন শিক্ষক। জানালেন, তার বাগানে সবজির মধ্যে বেগুন, পিয়াজ, টমেটো, রসুন, পুঁইশাকসহ নানা ধরনের টবেই সবজি চাষ করেছেন। সব মিলিয়ে বাগানে ফুল গাছসহ ১৮টি সবজির গাছ রয়েছে। আগের দিনের খোলামেলা উঠানের বাড়িগুলো বদলে এখন গড়ে উঠছে আকাশ ছোঁয়া বহুতল ভবন। ফলে বাড়ির উঠানের পাশ দিয়ে যত্ন করে লাগানো বিশালাকৃতির গাছগুলো এখন তেমন আর দেখা যায় না। তাই বলে মানুষের মন থেকে কিন্তু হারিয়ে যায়নি সবুজের হাতছানি পাওয়ার আশা। এ কারণেই আধুনিক ফ্ল্যাট বাড়িগুলোর ছাদে অনেকেই গড়ে তুলছেন চমৎকার বাগান। শিক্ষক আইনুল হক জানান, বাড়ির ছাদে শখের বশে সবজি চাষ করা হয়েছে। ছাদে সবজি চাষ করলে তাতে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়। সবচেয়ে বড়কথা পরিবারের জন্য বিষমুক্ত সবজির জোগান দেওয়া সম্ভব। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মুহা. মশিদুল হক জানান ইতিমধ্যে এ পদ্ধতিতে সবজি চাষের ওপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছাদে সবজি চাষ করে সবাই সবজির চাহিদা মেটাতে পারেন। এ পদ্ধতিতে সবজি চাষে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সাম্প্রতিক সময়ে বাসার ছাদের ওপর গাছ লাগানোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অনেকেই ফুলফলের পাশাপাশি রীতিমতো শাকসবজিও চাষ করছেন।

সর্বশেষ খবর