মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রশ্নফাঁস রোধে সিদ্ধান্ত

কেন্দ্রের ২০০ মিটারে মোবাইল ফোন পেলেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পেলেই গ্রেফতার করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রশ্নফাঁস রোধে ফাঁসকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কারসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়নি। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সর্বশেষ রবিবার পরীক্ষার দিন আড়াই ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সিদ্ধান্ত পাল্টায় মন্ত্রণালয়। এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীর বাইরে অভিভাবকদের কারও কাছে মোবাইল ফোন পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনায় আবারও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না।

সর্বশেষ খবর