শিরোনাম
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ক্যাম্পে ইউরোপিয়ান পার্লামেন্ট দল

রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে হবে

কক্সবাজার প্রতিনিধি

ইউরোপিয়ান পার্লামেন্টের ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা উখিয়ার মধুরছড়াস্থ ইউএনএইচসিআর পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধি দলের প্রধান (গ্রিনপার্টি এমইপি ফর লন্ডন) জিনলাম বারট বলেন, রোহিঙ্গারা যাতে নিজ ভূমিতে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে পারে— সে প্রত্যাশা করছে ইউরোপিয়ান পার্লামেন্ট। রোহিঙ্গাদের অবশ্যই তাদের দেশ মিয়ানমারে মৌলিক ও নাগরিক অধিকার নিয়ে বসবাসের অধিকার রয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার এবং জনগণ আশ্রয় দিয়ে উচ্চ মানবিকতা দেখিয়েছে। এটি প্রশংসার দাবিদার। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রত্যাবাসন একটি জটিল বিষয়। তাই এতে বিলম্ব হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ বাসস্থান ও মানবাধিকারসহ নিরাপদ পরিবেশ নিশ্চিত করেই প্রত্যাবাসনের দিকে এগুনো হচ্ছে। যাতে প্রত্যাবাসনের পর পুনরায় রোহিঙ্গাদের মিয়ানমার থেকে পালিয়ে আসতে না হয়। এরই মধ্যে প্রত্যাবাসন কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরকে সংযুক্ত করা হয়েছে। তারা প্রত্যাবাসন কার্যক্রম মনিটরিং করবে। প্রতিনিধি দলটি সকাল থেকে উখিয়া উপজেলার কুতুপালংয়ে অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই সঙ্গে তারা ইউএনএইচসিআর, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিচালিত ত্রাণ কার্যক্রমও পরিদর্শন করেন। এ ছাড়া রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রমও তারা প্রত্যক্ষ করেন। এ সময় ইউএনএইচসিআরের কর্মকর্তারা ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিনিধি দল মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি তুলে ধরেন। প্রতিনিধি দলটি আজ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের মিয়ানমার সফরের কথা রয়েছে।

সর্বশেষ খবর