মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

সোনার খনি মহাকাশে!

প্রতিদিন ডেস্ক

মহাকাশের মঙ্গল এবং বৃহস্পতি গ্রহর মাঝখানে সন্ধান মিলেছে সোনার গ্রহাণু বলয়। যাতে ভর্তি রয়েছে সোনা,  লোহা এবং নিকেলের মতো মূল্যবান ধাতু। বলয়ে যে সোনা রয়েছে তার মূল্য প্রায় ৭০০ কুইন্টিলন (সাতের পর কুড়িটি শূন্য) মার্কিন ডলার। সূত্র : ইন্টারনেট।

এই সোনা উদ্ধার অভিযানে নামছে নাসা (ন্যাশনাল এরোনাউটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন)। সোনা সংগ্রহ করতে পরিচালনা করতে হবে খনন অভিযান। নাসা সূত্র বলছে, এই কাজের জন্য চলছে সেরা ‘লোকেশন’ বাছাইয়ের কাজ। স্থান চূড়ান্ত হলেই বিশেষ রোবোটিক মহাকাশযান শুরু করবে সোনা আহরণের কাজ। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট জন জারনেকির মতে, ‘প্রথমে এই গ্রহাণু-বলয় খনন অভিযান কল্পবিজ্ঞান মনে হলেও আজ তা পরীক্ষিত সত্য। আগামী দশকের মধ্যেই শুরু হবে অভিযান। এর মধ্যদিয়ে এবার ভূগর্ভ ছেড়ে মহাকাশে খনিজের খোঁজ চালাবে মানুষ। কারণ ক্রমে বাড়তে থাকা জনসংখ্যা ও বিপুল চাহিদা মেটাতে মানব জাতির ভরসা এখন মহাকাশই।’ সূত্র জানায়, এই খনন অভিযানের দায়িত্বে রয়েছে ‘ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ’ (ডিএসআই)। যে সংস্থার কাজই হলো মহাকাশে এই ধরনের খনিজ সম্পদে পরিপূর্ণ গ্রহাণু বলয়ের অনুসন্ধান করা ও পরে সেখানে খননকাজ চালানো। কৌতূহলীরা বলছেন, সন্ধান পাওয়া সোনার হিসাবের নিরিখে তা এতটাই যে— পৃথিবীর সাত বিলিয়ন মানুষ প্রত্যেকে আয় করে নিতে পারবেন ১০০ বিলিয়ন মার্কিন ডলার করে। ফলে সবাই হয়ে উঠবেন কোটিপতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর