শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

২২ ফেব্রুয়ারি জনসভা করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে আমরা ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হবে। আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- যে কোনো একটি জায়গায় এ জনসমাবেশের অনুমতি চাই। এ ব্যাপারে অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনদিনের যে টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রথমটি হবে আজ। এদিন সারা দেশে গণস্বাক্ষর অভিযান চালানো হবে। কেন্দ্রীয়ভাবে  বেলা ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা। তিনদিনের কর্মসূচির মধ্যে আরও আছে ১৮  ফেব্রুয়ারি সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি  পেশ ও ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ব্যতিরেকে সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে ‘নির্মম নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগও করেন রিজভী আহমেদ। তিনি অবিলম্বে শিমুল বিশ্বাসের রিমান্ড প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ ছাড়া গত ৩০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে সর্বমোট ৪ হাজার ৬৫০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান রিজভী।

সর্বশেষ খবর