শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

উড়ন্ত বিমান থেকে ভেঙে পড়ল ইঞ্জিন

প্রতিদিন ডেস্ক

উড়ন্ত বিমান থেকে ইঞ্জিন ভেঙে পড়ার পরও মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছেন ৩৬৩ জন যাত্রী। গত ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা হওয়া বিমানে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন ইউনাইটেড এয়ারলাইনসের বিমান নম্বর ১১৭৫, সকাল ৯টার সময় সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছার ৪৫ মিনিট আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন বোয়িং ৭৭৭-এর উপরের অংশ খুলে প্রশান্ত মহাসাগরে পড়ে যায়। মারিয়া ফালাশচি নামে এক বিমান যাত্রী জানিয়েছেন, ‘আচমকাই সশব্দে ইঞ্জিনের অংশটি ভেঙে পড়ে যায় সমুদ্রে। আমি এবং আমার সহযাত্রীরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু বিমান চালকরা আমাদের মনোবল জুগিয়েছেন।’ বিমান কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, ৩৬৩ জন যাত্রী ছাড়া বিমানে দুজন চালক এবং ৮ জন কর্মী ছিলেন। ইঞ্জিন ভেঙে গেলেও বিমান নিরাপদেই ল্যান্ড করিয়েছিলেন পাইলটরা। যাত্রীদের কেউই ক্ষতিগ্রস্ত হননি। ক্ষতিপূরণস্বরূপ প্রত্যেক যাত্রীকে বিমান ভাড়ার পুরো অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর