মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আজ থেকে গ্রামীণফোনের ফোরজি সেবা

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে গ্রামীণফোনের ফোরজি সেবা

আজ থেকে গ্রাহকদের দোরগোড়ায় ফোরজি সেবা পৌঁছে দিচ্ছে গ্রামীণফোন। দ্রুত ফোরজি সেবা পৌঁছে দিতে ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম নিলামে প্রতি মেগাহার্জ ৩১ মিলিয়ন মার্কিন ডলার হারে এ তরঙ্গ কেনা হয়েছে।

গ্রামীণফোনের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রযুক্তির সঙ্গে নতুন এই স্পেকট্রাম যুক্ত হওয়ায় ফোরজি সেবার রাস্তা উন্মুক্ত হলো। এর মধ্যদিয়ে গ্রামীণফোন আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ফোরজি সেবা প্রদানের অবস্থানে পৌঁছে গেল। সূত্র বলছে, ১৮০০ মেগাহার্জ ব্যান্ড ফোরজি/ এলটিই বিস্তারে সবচেয়ে কার্যকরী স্পেকট্রাম এবং গ্রামীণফোনের নতুন ক্রয় তার অবস্থানকে আরও জোরদার করেছে। এর আগে প্রতিষ্ঠানটি তার সম্পূর্ণ টুজি স্পেকট্রামের জন্য টুজি প্রযুক্তি নিরপেক্ষতা চেয়ে আবেদন করে এবং রেগুলেটরের অনুমতি লাভ করে। গ্রামীণফোনের আধুনিক নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের থ্রিজি সিম পরিবর্তন করে ফোরজি সক্ষম সিম গ্রহণ করার বিষয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর