মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৩৯ কারাবন্দীর মামলা আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিচারে দীর্ঘসূত্রতার কারণে সাত বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন কারাগারে বন্দী থাকা ১৩৯ জনের মামলার বিচার ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

গতকাল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে ১৩৯ কারাবন্দী থাকার বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিচারে দীর্ঘসূত্রতার কারণে সাত বছরের বেশি সময় ধরে  কারাগারে আটক থাকা বন্দীদের তথ্য চেয়ে  দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি পাঠায় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড। এর প্রেক্ষাপটে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছাইয়ের পর ১৩৯ কারাবন্দীর বন্দীদশা নজরে আনে লিগ্যাল এইড। কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, ৩১ আগস্টের মধ্যে এসব কারাবন্দীর মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ ছাড়া এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাপ্ত তালিকা অনুযায়ী সাত বছরের বেশি সময় ধরে ঢাকা বিভাগে কারাবন্দী ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন বন্দী রয়েছেন।

সর্বশেষ খবর