মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ করার এখনো অনুমতি পায়নি বিএনপি। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপির পক্ষ  থেকে বলা হয়েছে, আইনের কিছু বাধা আছে। গতকাল সকাল ১০টার দিকে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও সহসাংগঠনিক  সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। প্রতিনিধি দলে থাকা বিএনপি নেতারা জানান, ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি, তাতে ফেব্রুয়ারি মাসে ঢাকায় বিএনপিকে বাইরে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলা হলেও বইমেলার বিষয়টি জানায় ডিএমপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়কে বিকল্প স্থান হিসেবে উল্লেখ করা হলে তাতেও বিধি নিষেধের কথা জানায় ডিএমপি। এ নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করতে পারে বিএনপি।

সর্বশেষ খবর