মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ফের থানা থেকে ৫০০ গজ দূরে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এক মাসের ব্যবধানে আবারও রংপুর নগরীর কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে মুলাটোল এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে ডাকাতরা আট ভরি সোনার অলঙ্কার, নগদ ৯০ হাজার টাকা এবং তিনটি নতুন মোবাইল সেট লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক সিরাজুল হক এনআরবি কমার্শিয়াল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক। তিনি জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ছয়জনের ডাকাত দল একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির সবার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা স্টিলের আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, আট ভরি সোনার অলঙ্কার ও তিনটি মোবাইল সেট নিয়ে বাড়ির প্রধান দরজা খুলে চলে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংক কর্মকর্তা সিরাজুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এর আগে ২৪ জানুয়ারি রাতে কোতোয়ালি থানা থেকে ৫০০ গজ দূরে মুন্সিপাড়া এলাকায় একই কায়দায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে হাত, পা ও মুখ বেঁধে ১৯ ভরি সোনার অলঙ্কার, নগদ সাত লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিকরা পৃথক মামলা করলেও এখনো লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি ডাকাতদেরও শনাক্ত করতে পারেনি।

সর্বশেষ খবর