শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নবীন লেখকদের বইয়ের চাহিদা

সাড়া ফেলেছে গোয়েন্দা কাহিনী

মোস্তফা মতিহার

নবীন লেখকদের বইয়ের চাহিদা

জনপ্রিয় লেখকদের পাশাপাশি এবারের গ্রন্থমেলায় নবীন লেখকদের বইও পাঠক মহলে সমাদৃত হচ্ছে। মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের পাশাপাশি পাঠকরা নতুনদের বইয়ের প্রতিও ঝুঁকেছেন। বিক্রিও বেশ ভালো হচ্ছে নবীন লেখকদের বই। গতকাল মেলার সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে এমনটিই লক্ষ্য করা গেল। এ দিন মেলায় আগত অনেকের হাতেই ছিল নবীন লেখকদের বই। বিক্রির তালিকায় শীর্ষ পর্যায়ে ছিল অন্বেষা প্রকাশিত সত্য ঘটনার ‘গোয়েন্দা কাহিনী’। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত মির্জা মেহেদী তমালের দেড়শ পর্বের সিরিজ রিপোর্টের নির্বাচিত ৫০ পর্ব দিয়ে বইটি প্রকাশিত হয়। এ ছাড়াও নবীন লেখক ফারজানা মিতুর ‘পরকীয়া’, আমজাদ হোসেনের ‘হীরামন বসতি’, তৌহিদুর রহমানের ‘অলৌকিক বাঁশি’, ইমাম মেহেদীর ‘কাদামাটি’, নাজমুল শামীমের ‘ইরাবতী’, মামুন মিজানের ‘দ্রৌপদীর ভেতর’, শোয়েব সর্বনামের ‘শাওনের বয়ানে হুমায়ূন’ ইত্যাদি বইগুলো আলোচনায় রয়েছে। গতকাল মেলার ২২তম দিনে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ, শিশুতোষ, সায়েন্সফিকশন, অনুবাদসহ সব ধরনের বইয়ের আশানুরূপ বিক্রি ছিল। গত কয়েক দিন ধরে প্রকাশক যা বলে আসছিলেন গতকাল ২২তম দিনে সেই চিত্রের সত্যতাও মিলেছে। অন্যদিকে নবীন লেখকের ‘গোয়েন্দা কাহিনী নিয়ে অন্বেষা’র স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন বলেন, ‘গোয়েন্দা কাহিনী’র লেখাগুলো আগেই বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হওয়ায় এই বইটি মেলায় বেশ সাড়া ফেলেছে। চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা থেকে মেলায় এসেছেন তরুণ শিক্ষার্থী পারভেজ মোশাররফ তন্ময়। গতকাল বিকালে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হলো এই তরুণের সঙ্গে। ঢাকার বাইরে থেকে মেলায় এসে কেমন লাগছে এমন প্রশ্নে এই তরুণ বলেন, ‘আমি প্রতিবারই মেলায় আসি। এটা আমার প্রতি বছরের নিয়মে পরিণত হয়েছে। জাফর ইকবাল স্যারের ‘ত্রাতিনা’, ‘সাইক্লোন’ এবং ‘তবুও টুনটুনি তবুও ছোটচ্চু’সহ ‘গোয়েন্দা কাহিনী’ বইটিও কিনলাম। গতকালও এসেছিলাম। তবে কোনো বই কিনিনি। মনিরুজ্জামান মানিকের দুটি কাব্যগ্রন্থ : গাজীপুর জেলায় কর্মরত পুলিশ ইন্সপেক্টর মনিরুজ্জামান মানিকের দুটি কাব্যগ্রন্থ ‘আকাশ দেবো পাড়ি’ ও ‘দগ্ধ হৃদয়’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পারিজাত। সম্প্রতি একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বই দুটির মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত পরমাণু বিজ্ঞানী ও ভাষাসৈনিক ড. জসীম উদ্দিন আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পারিজাত প্রকাশনীর কর্ণধার লুত্ফর রহমান লিটুসহ লেখকের বন্ধুরা। মেলায় পান্থ বিহোসের ‘নেমেসিস’ : প্রকাশিত হয়েছে পান্থ বিহোসের প্রথম অনুবাদগ্রন্থ আইজ্যাক আসিমভের ‘নেমেসিস’। বইটি প্রকাশ করেছে অনুবাদগ্রন্থ এবং বাতিঘর প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ডিলান। ৪৩২ পৃষ্ঠার দীর্ঘ কলেবরের বইটির মূল্য ৪২০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় বাতিঘর প্রকাশনীর ৪০৮-৯ নম্বর স্টলে। নতুন বই : বাংলা একাডেমির দেওয়া তথ্য মতে, গতকাল ২২তম দিনে গ্রন্থমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ১০৩টি। এর মধ্যে কবিতা ৩৮টি, গল্প ২১টি, উপন্যাস ৪টি, প্রবন্ধ ৫টি ও অন্যান্য বিষয়ক গ্রন্থ ৩৫টি। গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে— অনন্যা প্রকাশিত হাসান হাফিজের গল্পগ্রন্থ ‘একুশের গল্প’, রকিব হাসানের কিশোর গোয়েন্দা ‘তিন কন্যা নীল নোটবুক’, সময় বের করেছে ফরিদুর রেজা সাগরের কিশোর সাহিত্য ‘কিশোর সমগ্র ১৩’, আগামী এনেছে শিশির ভট্টাচার্যের প্রবন্ধ ‘সমাজ সংস্কৃতি শিল্পকলা’, ছায়াবীথি এনেছে ধ্রুব এষের গল্পগ্রন্থ ‘জারুল গাছের বন্ধুরা’ ও আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ‘কিশোর উপন্যাস সমগ্র-৩’ ইত্যাদি।

সর্বশেষ খবর