শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
এলডিসি থেকে উত্তরণ

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের তালিকায় প্রবেশের প্রক্রিয়া শুরু উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে আনন্দ র‌্যালি বের করা হবে। এছাড়া সারা দেশে সপ্তাহব্যাপী আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রকম ডিসপ্লে করবে। ওইদিন রাজধানীতে ভিড় হতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের বিষয়টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়টি যথাযথভাবে পালনের বিষয়ে গতকাল অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেদিন ঘোষিত হবে সেই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে একটা আনন্দঘন পরিবেশে বাংলাদেশ উদযাপন করবে। ২২ মার্চ প্রধানমন্ত্রীকে একটি সংবর্ধনা দেব। কেন্দ্রীয়ভাবে ছাড়াও সারা দেশে র‌্যালি হবে। সেবা সপ্তাহটি এক সপ্তাহের জন্য। প্রত্যেক মন্ত্রণালয় থেকে ডিসপ্লে থাকবে। কী করে আরও সেবা দিতে পারি সেগুলো শো করা হবে। তিনি বলেন, মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এছাড়া প্রত্যেক জেলায় দিনটি উদযাপনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই দিনের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ এখন বিশৃঙ্খলা পছন্দ করে না, অন্ধকারের দিকে যেতে চায় না। কাজেই ধ্বংস, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এদেশের জনগণই রুখে দেয়। সারা দেশের মানুষ আনন্দ-উৎসব করবে, সেখানে বিশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। বিডিআরের সাজাপ্রাপ্ত পলাতকদের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া, যারা কনভিকটেড (সাজাপ্রাপ্ত) তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর