শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাকে দাফতরিক ভাষা করুন

জাতিসংঘে সমাবেশ

প্রতিদিন ডেস্ক

দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সদর দফতরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আবহে উদযাপন করা হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ তথা মহান শহীদ দিবস। খবর এনআরবি নিউজের।

জাতিসংঘ সদর দফতর, ইউনেস্কোর নিউইয়র্কের কার্যালয়, নিউইয়র্ক সিটি মেয়র অফিস এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনসহ কলম্বিয়া, ফিজি ও তানজানিয়া মিশনের সম্মিলিত উদ্যোগে স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি বুধবার অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৪ এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্ক সফররত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে এ সভায় বক্তব্য প্রদান কালে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবির কথা পুনরুল্লেখ করেন। এ প্রসঙ্গে ফারুক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাকে জাতিসংঘের অন্যতম দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য প্রস্তাবনা পেশ করেছেন। বাংলা বিশ্বের ষষ্ঠ বা সপ্তম জনপ্রিয় ভাষা, যাতে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে’। ভাষা আন্দোলন সংগঠনে এবং আন্দোলনকে বেগবান করতে তরুণ ছাত্রনেতা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভূমিকা রেখেছেন এমপি ফারুক খান তা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করে মহান স্বাধীনতা’। ফারুক খান বলেন, ‘বিশ্বসভায় বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে জাতির পিতা ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন, যা অনুসরণ করে প্রতি বছর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়ে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

সর্বশেষ খবর