শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সিআরবিতে জোড়া খুন

যুবলীগ ছাত্রলীগের ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিদিন ডেস্ক

আদালতের নির্দেশে প্রায় ১৫ মাস তদন্ত শেষে চট্টগ্রামের সিআরবিতে জোড়া খুনের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রথমবার দেওয়া থানা পুলিশের অভিযোগপত্রের মতো এই অভিযোগপত্রেও আসামি করা হয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের। আসামির সংখ্যা দুজন বেড়েছে। তবে কমেছে সাক্ষীর সংখ্যা। খবর বিডিনিউজের। তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীরের দেওয়া অভিযোগপত্র গতকাল মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে উপস্থাপন করা হয়। তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, অভিযোগপত্রে ৬৪ জনকে আসামি করা হয়েছে। ২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি এলাকায় ৪৮ লাখ টাকা মূল্যের রেলের দরপত্র নিয়ে বাবর ও লিমন পক্ষের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজু পালিত (২৪) ও স্থানীয় সিআরবি বস্তির শিশু আরমান (৮)।

সর্বশেষ খবর