সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্ত থেকে গৌরীপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ যানজট লেগে ছিল। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ঢাকাগামী বড় একটি ট্রাক মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অংশে বিকল হয়। রেকার এসে ট্রাকটি সরাতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এ সময় ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। ফেনী থেকে ঢাকাগামী ‘স্টার লাইন’ পরিবহনের বাসের চালক বেলাল হোসেন বলেন, ‘এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছি। আর সহ্য হচ্ছে না।’

দাউদকান্দির ঢাকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা বেগম বলেন, ‘শনিবার আমার দেবর খোকন শিকদার মারা যান। বেলা দেড়টায় জানাজা হয়। স্বজনরা সকাল ৬টায় ঢাকা থেকে রওনা দিয়েও যানজটে আটকা পড়ে জানাজায় অংশ নিতে পারেনি। অথচ এক ঘণ্টার পথ ছিল।’

রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার বলেন, দাউদকান্দি সদরের বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যেতে হলে ১৫ কিলোমিটার পথ হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না।

কুমিল্লার হোমনা কৃষি ইনস্টিটিউটের ক্যাশিয়ার মোতাহারুল ইসলাম বলেন, সকাল ৬টায় ঢাকার কাঁচপুর থেকে বাসযোগে রওনা দিয়ে সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছাই। কাঁচপুর সেতু থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু পর্যন্ত থেমে থেমে যানজট চলছে। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, শনিবার রাত ১০টার দিকে ঢাকাগামী একটি লংভেহিকল মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি।

সর্বশেষ খবর