সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে রিয়াজ আহমেদ হিমন। ৩১ জানুয়ারি রাতে স্ট্রোক  করলে ৬৬ বছর বয়সী ঝন্টুকে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। ল্যাবএইড থেকে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন ঝন্টু। গত বছর ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়লেও জাতীয় পার্টির মেয়র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সিটি করপোরেশনের মেয়র ছাড়াও ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। রংপুর নগরীর গুপ্তপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ঝন্টুর রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। আওয়ামী ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি তার। ছাত্রাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর জাসদ ছাত্রলীগে যুক্ত হন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে দীর্ঘদিন দলটির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরশাদের সঙ্গে বনিবনা না হওয়ায় ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির জাতীয় পরিষদের সদস্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

বিভিন্ন মহলের শোক : সরফুদ্দীন আহমেদ ঝন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্শী এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল, শাহ আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম প্রমুখ।

সর্বশেষ খবর