সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ঋণ মঞ্জুরি লিখতে হবে বাংলায়

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের অন্যান্য তথ্যের মতো ঋণ মঞ্জুরিপত্র ইংরেজি ভাষায় লেখা যাবে না। এখন থেকে সব ধরনের ঋণ মঞ্জুরি বা গ্রাহক সংশ্লিষ্ট সব ধরনের তথ্য প্রকাশ করতে হবে বাংলায়। বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে সব ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ ধরনের একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অধিকাংশ ব্যাংক তাদের চিঠিপত্র, ফরমের পাশাপাশি ঋণ মঞ্জুরিপত্রও ইংরেজি ভাষায় প্রণয়ন করছে। ঋণ মঞ্জুরিপত্র গ্রাহকের সঙ্গে একটি চুক্তিপত্র। চুক্তিপত্রের সব শর্ত পরিপালনে গ্রাহক অঙ্গীকারবদ্ধ। গ্রাহকের স্বার্থ সংরক্ষণে ঋণ মঞ্জুরিপত্র বোধগম্য হওয়া বাঞ্ছনীয়। ঋণ মঞ্জুরিপত্র বাংলায় হলে গ্রাহকের জন্য সুবিধাজনক হবে।

এতে আরও বলা হয়েছে, বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ বাস্তবায়নে এই নির্দেশনা সব ব্যাংকের পরিপালন করার নির্দেশ দেওয়া হলো। তবে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও প্রণয়ন করা যাবে। এ নির্দেশনায় ব্যাংকের অন্যান্য কার্যাবলিতে বাংলা ভাষা ব্যবহার করতে ব্যাংকগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর