সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসককে অটোরিকশা থেকে নামিয়ে গণধর্ষণ

ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ী থেকে ফরিদপুর আসার পথে অটোরিকশা থেকে নামিয়ে এক নারী চিকিৎসককে (২৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব। ভুক্তভোগী চিকিৎসক গতকাল রাজবাড়ী থানায় মামলা করেছেন। আটকরা হলো— রাজবাড়ী সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আরশাদ মোল্যার ছেলে মামুন (২০), মজলিশপুর গ্রামের মুন্নাফ সরদারের ছেলে হান্নান (৩০) ও আবুল মোল্যার ছেলে রানা (২৫)।

গণধর্ষণের শিকার চিকিৎসক জানান, তিনি ঢাকা থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এসে নেমে ফরিদপুরে যাওয়ার গাড়ি খুঁজতে থাকেন। এ সময় এক অটোচালক তাকে বলেন, এখান থেকে ফরিদপুরের গাড়ি পাওয়া যাবে না। আমার অটোতে ওঠেন। শিবরামপুর গেলে ফরিদপুরের গাড়িতে উঠিয়ে দেব। এ সময় ওই চিকিৎসক অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় চালক ছাড়া আরও দুই যুবক বসা ছিল। অটোরিকশাটি গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের শিবরামপুরের মাঝামাঝি নির্জন জায়গায় পৌঁছলে গাড়ি দাঁড় করিয়ে চালকসহ তিনজন এবং অজ্ঞাত আরও তিন-চারজন রাস্তার পাশে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা অটো নিয়ে পালিয়ে যায়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দিন জানান, ওই নারী চিকিৎসক র‌্যাবের কাছে ধর্ষণকারী চক্রকে আটকের সহযোগিতা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার তিনজনকে আটক করা হয়। রাজবাড়ী থানার ওসি জানান, ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর