সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
শেয়ারবাজার

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনেই গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক দরপতন হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই কমেছে ২৪৩ পয়েন্ট।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টার ব্যবধানে তা নিম্নমুখী হওয়া শুরু করে। দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২ পয়েন্টে। ডিএসইতে ৩৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ টাকা বেশি। আগের দিন গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৪৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর।

সর্বশেষ খবর