শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চার শান্তিরক্ষীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিদিন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর চার সদস্যের মরদেহ গতকাল নিজ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ।

এর আগে গতকাল ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেনে’ চার বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে চার শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান।

‘আব্বু বলেছিল বিদেশ থেকে বাড়ি ফিরে বেড়াতে নিয়ে যাবে। আব্বু তো কথা রাখল না। আমার আব্বু কোথায় গেল। কেন এমন হলো আমাকে আব্বুর কাছে নিয়ে যাও। আমি শুধু আমার আব্বুকে চাই। আব্বু ছাড়া আমরা কেমন করে থাকব।’ সেনা সদস্য আকতার হোসেনের মরদেহ মাগুরার শ্রীপুরের বরালিদহের বাড়িতে পৌঁছালে তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিমি কফিন ধরে এভাবে আহাজারি করছিল।

সর্বশেষ খবর