রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত পরিবারের দাবি হত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এমরান হোসেন সাইফুল (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এমদাদুল হক সোহেল (১৯) ও ইউনুস (২০) নামে দুই যুবক গুলিবিদ্ধ ও আট পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি। উপজেলার জিএমহাট এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ             ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সাইফুল ডাকাত দলের সদস্য। সাইফুল ছাগলনাইয়ার পাঠাননগরের কাজী হানিফের ছেলে ও স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ডাকাতিসহ একাধিক মামলার আসামি এমরান হোসেন সাইফুলকে গ্রেফতারের জন্য শুক্রবার সন্ধ্যায় জিএমহাট এলাকায় গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সাইফুল, সোহেল ও ইউনুস গুলিবিদ্ধ হয়। ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান। আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই মোশারফ, রাশেদুল কবির, আইয়ুব খান, এএসআই শফিকুর রহমান, কনস্টেবল প্রদীপ কুমার, ফারুক মিয়া, আবুল কাশেম ও চন্দ্রিকা ত্রিপুরা। নিহতের ভগ্নিপতি হারুনুর রশিদের ভাষ্য, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে সাইফুলকে তুলে নিয়ে যায় পুলিশ। রাত ৩টার দিকে জিএমহাট ব্রিকফিল্ডের পাশে সাইফুলের মাথায় গুলি করে হত্যার পর শনিবার ভোরে লাশ হাসপাতালের মর্গে রেখে যায়। চাচা শাহ আলম বলেন, ‘মাটি ব্যবসা নিয়ে জিএমহাট এলাকার কয়েক প্রভাবশালীর সঙ্গে সাইফুলের বিরোধ ছিল।

 ওই প্রভাবশালীদের মদদে পুলিশ সাইফুলকে ডাকাত সাজিয়ে গ্রেফতার অভিযান চালায়।

সর্বশেষ খবর