শিরোনাম
বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাসপোর্টে নাম-পেশা বয়স এখন থেকে পরিবর্তন নয়

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্টে এখন থেকে নাম, পেশা ও বয়স পরিবর্তন করা যাবে না। আগে যে নাম, পেশা ও বয়স দিয়ে পাসপোর্ট করা হয়েছে তা বহাল থাকবে। তবে নামের বানানে কোনো ভুল থাকলে তা পরিবর্তন করা যাবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের (ডিআইপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডিআইপি সদর দফতরে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় ডিআইপির অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, এ টি এম আবু আসাদ, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ডিআইপি ডিজি বলেন, পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদনকারীরা যখন-তখন নিজ/পিতা/মাতার নাম, পেশা এবং বয়স পরিবর্তন করে পাসপোর্ট গ্রহণ করায় গ্রাহককে বিদেশের ইমিগ্রেশনে প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। সেই সঙ্গে বহির্বিশ্বে নিজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এখন থেকে বানান সংশোধন ছাড়া অন্য কোনো পরিবর্তন করা যাবে না। তবে অপারেটর কর্তৃক ভুল সংশোধন করা যাবে। পাসপোর্ট করতে আসা গ্রাহকরা অফিশিয়ালি কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে না। তবে ফরম পূরণ করতে, সত্যায়িত করতে, পুলিশ ভেরিফিকেশন এবং ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে গ্রাহকরা দালালের খপ্পরে পড়ছে। এর দায় পাসপোর্ট অধিদফতর নেবে না। তবে এসব হয়রানি বন্ধে কাজ চলছে। স্মার্টকার্ড হয়ে গেলে সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার। এই সেবার পরিবর্তে যেসব কর্মকর্তা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২১ জনকে চাকরি থেকে বরখাস্ত ও ৪২ জনকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে যারা ভালো কাজ করেছেন এমন ৩২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়ায় পাসপোর্ট কর্মকর্তা সাজাহান কবিরের ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে যারা কাজ করেন, তারা সবসময় আতঙ্কে থাকেন। সবসময় সন্ত্রাসীরা হুমকি-ধমকি দেয়। নির্ভয়ে কাজ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নির্দেশনা দিয়েছেন। মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, গণমাধ্যম সবসময় পাশে ছিল। পাসপোর্টে এর আগে সাংবাদিকদের কোনো সংগঠন ছিল না। পিআইআরএফ গঠিত হওয়ায় কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন। সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্মসম্পাদক আলী আজমসহ পিআইআরএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পিআইআরএফ নেতৃবৃন্দ ডিআইপি ডিজিকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন।

সর্বশেষ খবর