শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শরিকদের ছাড় দিতে চায় না আওয়ামী লীগ, নির্ভার বিএনপি

রাহাত খান, বরিশাল

শরিকদের ছাড় দিতে চায় না আওয়ামী লীগ, নির্ভার বিএনপি

গত দুই নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে দুটিতে ভাগ বসিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টি। তবে এবার কোনো আসনে শরিকদের ছাড় দিতে চান না আওয়ামী লীগের স্থানীয় নেতারা। অন্যদিকে, বরিশালে ২০-দলীয় জোটের শরিকদের কোনো আসনে ছাড় দিতে হয়নি জোটের প্রধান দল বিএনপিকে। এবারও নির্ভার দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ টিপু সুলতান, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের পংকজ দেবনাথ, বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না এমপি নির্বাচিত হন। এবার জেলার কোনো আসনে শরিকদের ছাড় দিতে নারাজ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আর শরিকদের কোনো আসন ছাড়তে হবে না ধরে নিয়েই মাঠে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।

বরিশাল-১ আসনে এবারও আওয়ামী লীগের একক প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, সংস্কারপন্থি সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান এবং সাবেক ছাত্র নেতা উত্তর জেলা বিএনপির সহসভাপতি গাজী কামরুল ইসলাম সজল। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে প্রার্থীর ছড়াছড়ি। এই আসনের বর্তমান এমপি তালুকদার মো. ইউনুস ছাড়াও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, এম মোয়াজ্জেম হোসেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু দলীয় মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক জাসদের কেন্দ্রীয় নেতা উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলও এই আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী। জোটের মনোনয়ন না পেলেও দলের ব্যানারে প্রার্থী হতে পারেন তিনি। বরিশাল-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি প্রার্থী এস সরফুদ্দিন সান্টু, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সংস্কারপন্থি নেতা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, বিএনপি কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ সম্পাদক রওনকুল আলম টিপু, বিএনপি নির্বাহী সদস্য মো. দুলাল হোসেন, কর্নেল অব. সৈয়দ আনোয়ারুল হক এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার, সাবেক অতিরিক্ত সচিব সিরাজউদ্দিন আহমেদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল এবং মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ বারী।

জোটভুক্ত নির্বাচন হলে এই আসনে ১৪ দলের মনোনয়ন চাইবেন বর্তমান এমপি জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান এবং সমাজকল্যাণ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক। জোটগত না হলেও ওয়ার্কার্স পার্টির ব্যানারে মনোনয়ন চাইবেন তারা। এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন দলের দুই প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং চিত্রনায়ক সোহেল রানা। বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আছেন কেন্দ্রীয় দুই ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও জয়নুল আবদিন, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গু। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বর্তমান এমপি পংকজ নাথ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহম্মেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. মইদুল ইসলাম এবং জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আলোচনায় থাকা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বরিশাল জেলা (উত্তর) বিএনপি সভাপতি ও এই আসনের সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ্ মো. আবুল হোসাইন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান এবং আবদুল খালেক হাওলাদার। বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী বর্তমান এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার এবং সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইদুর রহমান রিন্টু। এসআর সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে পরিচিতি পাওয়া তরুণ ব্যবসায়ী সালাহউদ্দিন রিপন আলোচনায় রয়েছেন। সদর আসনে জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মহসিন-উল ইসলাম হাবুল দলের মনোনয়ন চাইবেন। সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি সাবেক এমপি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে দলের একক প্রার্থী ভাবছেন নেতা-কর্মীরা। কিন্তু এবার দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এবং জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনও সদর আসনে দলীয় মনোনয়ন চাইবেন বলে তাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। সদর আসনে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর অনুসারী) কিছু ভোট রয়েছে। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহম্মদ ফয়জুল করিম। জোট কিংবা দলের ব্যানারে যেভাবেই নির্বাচন হোক না কেন সদর আসনে মনোনয়ন চাইবেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশিদ খান, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান শামসুল হক চুন্নু এবং জেলা পরিষদ সদস্য আইরিন রেজা। এই আসনে মহাজোটের মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বতর্মান এমপি নাসরিন জাহান রত্না। জাতীয় পার্টি আলাদা নির্বাচন করলেও এই আসনে প্রার্থী হবেন তিনি। এ ছাড়া ১৪-দলীয় জোটভুক্ত নির্বাচন হলে এই আসনে জোটের মনোনয়ন চাইবেন জাসদ নেতা মো. মহসীনও। বরিশাল-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপি কেন্দ্রীয় সদস্য শহীদ হাসান, আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম রাজন, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর