শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
হাত হারানো রাজীবকে চাকরির আশ্বাস

দুই চালক রিমান্ডে

আদালত প্রতিবেদক

বেপরোয়া দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্নের ঘটনায় করা মামলায় চালকদের দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হকিম আবদুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন। ওই দুই চালক হলেন বিআরটিসি বাসের ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের খোরশেদ (৫০)। এদিকে আহত রাজীবকে হাসপাতালে দেখতে গিয়ে তার সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মঙ্গলবার দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। দুই বাসের প্রবল চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনার পর পথচারীরা রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল হাসপাতালে রাজীবকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এদিকে রাজীবের চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দীন জানান, রাজীবের চিকিৎসায় অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান শাহীনকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর