শিরোনাম
শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের সম্মেলন ১১ ও ১২ মে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনের আগে ২৪ এপ্রিল ঢাকা মহানগরী দক্ষিণ, ২৬ এপ্রিল উত্তর ও ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হবে। গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তারিখ ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনও এ সময় উপস্থিত ছিলেন। তবে সম্মেলন স্থান এখনো চূড়ান্ত করা হয়নি। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সম্মেলন স্থান চূড়ান্ত করা হবে বলে

জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। ছাত্রলীগের গঠনতন্ত্রের বিধান অনুসারে ২৯তম জাতীয় সম্মেলন প্রায় এক বছর আগেই হওয়ার কথা। কিন্তু নানা কারণে সম্মেলন পিছিয়েছে। ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি হয়। কমিটির মেয়াদ দুই বছর। ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পদপ্রত্যাশী নেতারা ধারণা করছেন, সংগঠনের একমাত্র অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেলেই ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। ২০০২ সাল থেকে ভোটের মাধ্যমেই ছাত্রলীগের নেতা নির্বাচিত হয়ে আসছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্তমান নেতৃত্ব শতভাগ সফল বলে দাবি করে সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ২০১৫ সালের ২৬ জুলাইয়ের পর এখন পর্যন্ত দায়িত্ব পালনে তাঁরা সফল। আর তাঁদের সাংগঠনিক নেত্রী একমাত্র অভিভাবক যখন যে নির্দেশনা দিয়েছেন, কমিটি গঠনসহ বিভিন্ন সফলতার সঙ্গেই দায়িত্ব পালন করা হয়েছে। তিনি বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি— এমন নয়। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ সভাপতি বলেছেন আমরা সফল। তার বক্তব্যের সঙ্গে আমিও একমত। কোনো চাপের কারণে সম্মেলন হচ্ছে কিনা? জবাবে সাইফুর রহমান সোহাগ বলেন, আমাদের একমাত্র সাংগঠনিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ীই আমরা সম্মেলন করছি। কমিটি হবে ভোটের মাধ্যমে নাকি সিলেকশনে? জবাবে জাকির হোসাইন বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেব। নেত্রী যেভাবে চাইবেন সেভাবেই নেতা নির্বাচিত করা হবে। লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ছাত্রলীগের সুশৃঙ্খল কর্মীবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাকির হোসাইন জানান, ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যেই এই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জাকির হোসাইন জানান, ছাত্রলীগের ১০৯টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৬৮টির সম্মেলন এবং কমিটি গঠন করা হয়েছে বর্তমান আমলে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ইউনিটে সম্মেলন ও কমিটি করা হবে। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর