জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়ন পেতে দুই দলেই চলছে তৎপরতা। নেতারা নেমে পড়েছেন মাঠে। মেয়র পদে কারা পাবেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন তা নিয়ে গুঞ্জন এখন গাজীপুরজুড়ে। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন জুলকার নাইন ও আফজাল হঠাৎ শোনা যাচ্ছে লাল নীল সিগন্যালের কথা সবুজ সংকেতেই নির্বাচনে নামছি বিএনপি সঠিক সিদ্ধান্ত নেবে আমাকে মাইনাস করা যাবে না