সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
জয়ে মরিয়া নৌকা-ধানের শীষ

সেনা না থাকলেও থাকবে কঠোর নিরাপত্তা : ইসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সেনা না থাকলেও থাকবে কঠোর নিরাপত্তা : ইসি

সিটি নির্বাচন উপলক্ষে আগামী ১৩ মে থেকে খুলনায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ২২ থেকে ২৪ জন করে নিরাপত্তা কর্মী ১২টি আমর্সসহ মোতায়েন থাকবে। এসবের বাইরে পুলিশ-র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও বিজিবি’র প্রতি টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন।

গতকাল খুলনায় সিটি নির্বাচনের বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল  (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটপ্রদান করতে পারেন সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। এর আগে নির্বাচন কমিশনার খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান, রিটার্নিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, ডিআইজি দিদার আহমেদ, পুলিশ কমিশনার হুমায়ুন কবির, র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর