শিরোনাম
সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা

হিংসা বিসর্জন করে শান্তি ও সুখের মন্ত্রে সারা দেশে উদযাপিত হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণীতে গৌতম বুদ্ধ ও তার আদর্শকে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন। এ উপলক্ষে রাজধানীর কমলাপুরে ঐতিহাসিক ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজন করে ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবভনে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, গৌতম বুদ্ধের অহিংস বাণী এখনো সমাজে সমভাবে প্রযোজ্য। বর্তমান অশান্ত এবং অসহিঞ্চু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সব ধর্মের মানুষ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি। আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সব ধর্মের মানুষকে এক হয়ে ধর্মের মুখোশ পরা ধর্মনাশী ধর্মবাজদের প্রতিহত করতে হবে। ধার্মিকেরা ধর্মচর্চা করেন আর ধর্মের মুখোশধারী বা ধর্মবাজরা ধর্মনাশ করে। তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সমাজে বিশৃঙ্খলাকারী। গৌতম বুদ্ধ অহিংসা ও শান্তির বাণী প্রচার করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। মহামতি বুদ্ধ এবং সব ধর্মের অনুসারীদের সুন্দর সমাজ প্রতিষ্ঠায় মুখোশধারী ধর্মবাজদের প্রতিহত করতে হবে। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন। ধর্মরাজিক বৌদ্ধ বিহারে এদিন পূজা-অর্চনার পাশাপাশি দেশ-বিদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর পরিচালনায় পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনায় অংশ নিয়ে সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করেন।

চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরীতে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে বিশ্ব শান্তি কামনায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সমিতির উদ্যোগে শোভাযাত্রায় বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতারা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। শোভাযাত্রায় বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুবর সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি সত্যপ্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক প্রবীর বড়ুয়া সিকো, মহিলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়াসহ বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর