সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দুর্যোগে বিমান শিডিউল বিপর্যয়, লঞ্চ-ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। গতকাল ভোর সোয়া ৬টা থেকে

সোয়া ৮টা পর্যন্ত বাংলাদেশি ফ্লাইট ছাড়াও আন্তর্জাতিক রুটের বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করে। এদিকে সদরঘাট থেকে সব ধরনের নৌ-চলাচলে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া ফেরি চলাচলে আবহাওয়া অধিদফতরের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। গতকাল সকালে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বজ পাত। প্রায় ৩০ মিনিট পর কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা। এমন আবহাওয়ার কারণে রানওয়েতে বিমান ওঠানামা করা ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই ঘণ্টার জন্য তা বন্ধ রাখা হয়। যে কারণে বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। কলকাতা থেকে আসা জেড এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩০ মিনিটের বদলে ২ ঘণ্টা ১০ মিনিট পর শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগকালীন এ সময়ে বিমানে থাকা অর্ণব নামে এক যাত্রী সামাজিক যোগাযোগ পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, সকাল ৭টা ২০ মিনিটে কলকাতা থেকে বিমানটি ছেড়ে আসে। ৩০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা ছিল। সকাল ৮টায় ঢাকার আকাশে কালো মেঘের সঙ্গে তীব্র ধাক্কা খেতে লাগে বিমানটি। মানুষের দোয়া দরুদ, আল্লাহ, আল্লাহ, চিৎকার। পরে জানতে পারি আমরা ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে অপেক্ষা করছি ঝড় থামার জন্য। সকাল ১০টায় হাজারও ঝাঁকুনি সহ্য করে আমাদের নিরাপদে অবতরণ করান পাইলট।  এদিকে ঢাকা থেকে ব্যাংকক রুটের রিজেন্ট এয়ারওয়েজ ছেড়ে যায় এক ঘণ্টা দেরি করে। আবার ব্যাংকক থেকে ফেরার সময়ও এক ঘণ্টা দেরি হয়েছে একই বিমানের। চট্টগ্রামে বিকাল ৫টার সময় নামার কথা থাকলেও নামে ৬টা ১০ মিনিটে। তার আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের আকাশে বিমানটি এক ঘণ্টা ওড়ে বলে জানা গেছে। বিমানবন্দরের ফ্লাইট ইনকোয়ারি বিভাগের কর্মকর্তা জাকির হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কয়েকটি ফ্লাইট নামতে দেরি হয়েছে। এর মধ্যে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বিজি-০৮৭ বিমান, কলকাতা ও ব্যাংকক রুটসহ অন্তত ৫টি। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির জানান, দুপুর ১২টায় সদরঘাট থেকে সব ধরনের নৌযান ছেড়ে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

সর্বশেষ খবর