সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে কাদা ছোড়াছুড়ি বিএনপির একাধিক প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি

আওয়ামী লীগে কাদা  ছোড়াছুড়ি বিএনপির একাধিক প্রার্থী

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা পরস্পর কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত। তারা একে অন্যের বিরুদ্ধে মামলা, সংবাদ সম্মেলন এবং গণমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন। অন্যদিকে বিএনপিরও একাধিক নেতা মনোনয়নের প্রত্যাশায় মাঠে প্রচারণা চালাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন— বর্তমান এমপি আবদুল হাই, কাজী আজাদুল কবির, পারভীন জামান কল্পনা, নজরুল ইসলাম দুলাল প্রমুখ। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন— সাবেক এমপি আবদুল ওহাব, জয়ন্ত কুমার কুণ্ডু ও আসাদুজ্জামান আসাদ। ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। এরপর বিএনপি প্রার্থী আবদুল ওহাবকে পরাজিত করে এমপি নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাই। এ ছাড়া কৃষক লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ওরফে দুলাল বিশ্বাস এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মরহুম অধ্যক্ষ কামরুজ্জামানের মেয়ে পারভীন জামান কল্পনাও এ আসনে প্রার্থী হতে চান। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন— আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফ)-এর  কেন্দ্রীয়  সভাপতি সাইদুর রহমান সজল, প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন আহম্মেদ, শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য বাদশা আলম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এম লিটন আহমেদ। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওহাব। অপর সম্ভাব্য প্রার্থী  বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুও নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসন থেকে জামায়াতের কোনো প্রার্থীর প্রচার না দেখা গেলেও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিকা আলম প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

সর্বশেষ খবর