সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা পেপারের আইপিও আবেদন গ্রহণ আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ আজ শুরু হচ্ছে। জানা গেছে, বিনিয়োগকারীরা কোম্পানিটির আইপিওতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। সাধারণত কোম্পানিগুলোর আইপিওতে বিনিয়োগকারীরা ৭ কার্যদিবস আবেদনের সুযোগ পেয়ে থাকেন। তবে বসুন্ধরা পেপারের আইপিওতে বিনিয়োগকারীরা ৬ কার্যদিবস আবেদনের সুযোগ পাবেন।

জানা গেছে, বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকায় যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যয় করবে। উল্লেখ্য, বসুন্ধরা পেপারসের ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ১.৪৬ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুন পুনঃমূল্যায়নজনিত (সারপ্লাসসহ) নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৪৯ টাকা। যা পুনঃমূল্যায়ন ছাড়া ১৫.৭৯ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। গত ৩০ জানুয়ারি বিএসইসির ৬২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ খবর