শিরোনাম
সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

নওগাঁয় আজব ফুল

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আজব ফুল

নওগাঁর আত্রাইয়ে এক আজব ফুলের সন্ধান পাওয়া গেছে। ফুলটি দেখতে এখন প্রতিদিন  শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে। ফুলটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের মানিক মণ্ডলের বাড়ি সংলগ্ন স্থানে মাটি ফেটে বের হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকের বাড়ির উঠানের এক পাশে মাটি ফেটে একটি ফুল বের হতে দেখা যায়। পরদিন শুক্রবার সকালে ফুলটি আকারে আরও একটু  বড় হয়। সন্ধ্যা হতে হতে ফুলটি অনেক বড় আকৃতির হয়ে যায়। অন্যান্য ফুলের সুগন্ধি থাকলেও এ ফুল থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে। এদিকে আজব এ ফুলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফুলটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম ও শাহাদত হোসেন বলেন, আমরা আমাদের বয়সে এ জাতীয় কোনো ফুল দেখিনি। এটি আমাদের কাছে খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে এবং এই ফুলের ঘ্রাণ অন্য ফুলের তুলনায় অনেক বেশি। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার হোসেন বলেন, আমি এ বিষয়ে কোনো সংবাদ পাইনি। আমার মনে হচ্ছে এটি কোনো আগাছা হতে পারে। তবে সরেজমিনে গেলে জানা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর