শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ব্যান্ড শোতে মাতল সবাই

মোস্তফা মতিহার

ব্যান্ড শোতে মাতল সবাই

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্যান্ডসংগীতের আসরে মেতে ছিলেন হাজারো দর্শক। চার নম্বর হলে গতকাল দুপুরে আয়োজন করা হয় এ জমজমাট আসরের। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) আয়োজনে ‘চ্যাপ্টার ওয়ান’ নামের এ আসরে ইভেন্ট বাস্তবায়নে ছিল স্কাই ট্র্যাকার।

আসরে জনপ্রিয় ব্যান্ডশিল্পী ‘মাকসুদ ও ঢাকা’ গেয়ে ওঠেন ‘মেলায় যাইরে বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, বখাটেদের উৎপাতে ললনাদের রেহাই নাই’। রাজধানীর আবহাওয়া দুর্যোগমুক্ত থাকলেও ‘মাকসুদ ও ঢাকা’ রীতিমতো কালবৈশাখী ঝড় তুলেছিলেন মিলনায়তনজুড়ে। সুরের ঝড়কে অব্যাহত রেখে ব্যান্ডসংগীতানুরাগীদের  ‘ওয়ান মোর, ওয়ান মোর’ আবেদনে এরপর মাকুসদ একে একে গাইলেন ‘মৌসুমী কারে ভালোবাসো তুমি, ধন্যবাদ হে ভালোবাসা, আমি দেশকে ভালোবাসি’সহ বেশ কয়েকটি গান। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড মাইলস। ‘হায় জ্বালা জ্বালা জ্বালা এই অন্তরে’ নিজেদের জনপ্রিয় গানটির মধ্য দিয়ে হামিন আহমেদ ও শাফিন আহমেদ ভাইযুগলের ব্যান্ড তাদের পরিবেশনা শুরু করে। তারা গেয়ে শোনান ‘এক ঝড় এসে ভেঙে দিয়ে গেলো, তাই জীবনটা এলোমেলো’ ও একটি ইংরেজি গান। সবশেষে নব্বই দশকের তুমুল জনপ্রিয় গান ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ ছাড়ে দেশের শীর্ষস্থানীয় এ ব্যান্ড দল। মাইলসের পরিবেশনায় আইসিসিবির চার নম্বর হলটিতে যেন নব্বই দশক ফিরে আসে। ড্রামস, কি-বোর্ড আর গিটারের খেলার সঙ্গে কাব্যমানের গানগুলো উত্তাল করে তোলে অনুষ্ঠানস্থলকে। কণ্ঠের সুর ছড়িয়ে দিয়ে এ সময় হামিন-শাফিন দুই ভাই নাচাতে থাকেন দর্শক-শ্রোতাদের। এর আগে দুপুরে ‘শূন্য’ ব্যান্ডের পরিবেশনা দিয়ে শুরু হয় ‘চ্যাপ্টার ওয়ান’ নামের এ আয়োজন। ‘শত আশা’ দিয়ে শুরু করে শূন্য আরও পরিবেশন করে ‘আজ দিয়ে যাই গোধূলি আকাশ’ ও ‘শোনো মহাজন’। এরপর প্যান্টাগন গেয়ে শোনায় ‘বাংলাদেশ জাগো’ ও ‘বল তুমি কোথায় আছো’। ১১টি ব্যান্ডের অংশগ্রহণের এই কনসার্টে আরও সংগীত পরিবেশন করে ফিডব্যাক, দলছুট, অর্থহীন, ওয়ার ফেইজ, আরবোভাইরাস, ভাইকিংস ও নেমেসিস। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই ব্যান্ড শো। সুরের এ আসরটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন, নব্বই দশকটি ছিল ব্যান্ডসংগীতের সোনালি সময়। কিন্তু সেই সোনালি সময়ের এখন ভাটা পড়েছে। ব্যান্ডসংগীতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই ‘চ্যাপ্টার ওয়ান’ শীর্ষক এই সংগীতানুষ্ঠান। বামবাভুক্ত ২৬টি ব্যান্ডের মধ্যে এবারের আসরে ১১টি ব্যান্ড অংশগ্রহণ করেছে। তবে পরবর্তীতে ‘চ্যাপ্টার টু’ আসরে বাকি ব্যান্ডগুলো অংশ নেবে। এবারের আসরটি রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সবাই উপভোগ করতে পেরেছেন। আর দ্বিতীয় আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। কিন্তু পরের আসরগুলোয় টিকিটের ব্যবস্থা থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে পরের আসরগুলো আউটডোরে হবে। ব্যান্ডসংগীতের সেই হারানো অতীত অচিরেই ফিরে আসবে বলেও মনে করেন স্কাই ট্র্যাকারের সিইও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর