শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় জমজমাট মেডিটেক্স এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় জমজমাট মেডিটেক্স এক্সপো

ব্যথা উপশমে ‘কুল প্যাকস’ নামে নতুন এক ধরনের ব্যাগ সম্পর্কে দর্শনার্থীকে বর্ণনা করছিলেন পি অ্যান্ড হেলথ কেয়ারের পীযূষকান্তি দাস। ব্যাগটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ঘাড়ে চেপে ধরে কিছুটা স্বস্তি পেতে পারেন উচ্চ রক্তচাপের রোগী। আবার এ ব্যাগ ওভেনে গরম করে আঘাত লাগা জায়গায়

চেপে ধরলে ব্যথা উপশমে বেশ কার্যকর। এ রকম বিভিন্ন রকমের ক্লিনিক্যাল যন্ত্রপাতির সমাহারে স্টল সাজিয়ে বসেছে ১২০টি কোম্পানি। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো এবং তৃতীয় ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপোর উদ্বোধন হয়। সেম্স গ্লোবালের আয়োজনে সমন্বিত এ এক্সপোর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা বেগম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক প্রীতি চক্রবর্তী। এক্সপোর উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমরা এখন চেষ্টা করছি স্বাস্থ্য ব্যয় কমিয়ে দেশের চিকিৎসায় রোগীদের আস্থা ফিরিয়ে আনতে। এজন্য আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত অবকাঠামো ও জনবল, জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা এবং ডাক্তার-নার্সদের মানবিক ব্যবহার অত্যাবশ্যক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সেম্স গ্লোবাল গ্রুপের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, ১৮টি দেশের ১২০টি কোম্পানির মেডিকেল, সারজিক্যাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইকুইপমেন্ট ও ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্টের সমাহার এ আন্তর্জাতিক প্রদর্শনী। এখানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের স্বনামধন্য কোম্পানির পণ্য অনক কম দামে কিনতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়া এসব অত্যাধুনিক যন্ত্রপাতির মান ও দাম নিয়ে পর্যালোচনা করতে পারবেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তিন দিনব্যাপী এ প্রদর্শনী সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।

সর্বশেষ খবর