শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক পুনর্বহাল দাবিতে আন্দোলনে উত্তাল জবি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের স্বপদে বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে একাডেমিক কার্যক্রম। গতকাল দ্বিতীয় দিনের কর্মসূচিতে  প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখেও ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং অন্যান্য প্রগতিশীল ছাত্রসংগঠন। শিক্ষার্থীদের দাবি— জরুরিভাবে ৭৮তম  সিন্ডিকেট সভা ডেকে নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগ রিভিউ করে যদি পুনঃবিবেচনা না করা হয় তবে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক ভবন অবরোধ করা হবে। জানা যায়, গতকাল সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর