শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা
তাসফিয়া হত্যা

বন্ধু আদনান আটক ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যার ঘটনায় আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল দুপুরে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় এ মামলা করেন। মামলা করার পর প্রধান আসামি আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল বিকালে পতেঙ্গা থানা পুলিশ আদনানকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন জানায়।

এদিকে তাসফিয়ার মরদেহ ময়নাতদন্তের পর গতকাল দুপুরে তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘আদনানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী ফৌজুল আমিন চৌধুরী বলেন, ‘দণ্ডবিধির ৩০২ ধারায় তাসফিয়ার বাবার করা মামলা নথিভুক্ত হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাসফিয়ার বন্ধু আদনান ও তার ছয় সহযোগী তাকে পতেঙ্গার নেভাল এলাকায় নিয়ে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘তাসফিয়ার বিষয়টি হত্যাকাণ্ড কি না তা আমরা এখনো নিশ্চিত নই। এর পরও যেহেতু তার বাবা মামলা দিয়েছেন, আমরা গ্রহণ করেছি।’ প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তাসফিয়া, আদনান এবং তাদের বন্ধু সোহেল নগরীর গোলপাহাড় এলাকায় চায়না গ্রিল রেস্টুরেন্টে বসেন। কিছুক্ষণ পর তাসফিয়ার মা সোহেলকে ফোন করে তাসফিয়াকে দ্রুত বাসায় পাঠাতে বলেন। এ সময় আদনানের কাছ থেকে তাসফিয়া ১০০ টাকা নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠে। সন্ধ্যা ৭টার দিকে তাসফিয়ার মা আবারও আদনানকে ফোন করে তাসফিয়া কোথায় তা জানতে চান। আদনান তার কথামতো তাসফিয়ার বাসায় যান। রাত ১২টা পর্যন্ত আদনান ও তাসফিয়ার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপর বুধবার সকালে নগরীর পতেঙ্গায় নেভাল একাডেমির কাছে ১৮ নম্বর ঘাট এলাকায় চোখ, নাক-মুখ থেঁতলানো অবস্থায় তাসফিয়ার মরদেহ পায় পুলিশ।

 প্রথমে পরিচয় নিশ্চিত না হলেও দুপুরে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তাসফিয়া কক্সবাজার জেলা সদরের ডেইলপাড়া এলাকার মো. আমিনের মেয়ে। চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডে তাদের বাসা। তাসফিয়া সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

সর্বশেষ খবর