শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা
মা ও দুই মেয়ের লাশ

মামলা হয়নি তিন দিনেও

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার ঘটনার পর তিনদিন চলে গেলেও থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, কারও পক্ষ থেকে অভিযোগ না আসায় মামলা হয়নি। তদন্ত সংশ্লিষ্টদের মতে, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণে প্রথম দিকে ধারণা ছিল জেসমিন আক্তার তার দু’মেয়েকে হত্যার পর নিজেই আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার ময়নাতদন্তের পর আঘাতের ধরন দেখে পুলিশ তার আগের অবস্থান থেকে সরে এসেছে। এ ঘটনায় অন্য কারও উপস্থিতি রয়েছে কিনা-পুলিশ এখন সেই তদন্ত শুরু করেছে। এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান গতকাল এ প্রতিবেদককে জানান, আমরা এখন পর্যন্ত পরিবারের কারও কাছ থেকে হত্যা সংক্রান্ত বা অন্য কোনো বিষয়ের অভিযোগ পাইনি। এ ছাড়াও লাশ দাফনের পর স্বজনরাও বেশ শোকাহত রয়েছেন। হয়তো মামলা হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। উল্লেখ্য, মিরপুর পাইকপাড়ায় সরকারি কলোনির একটি বাসা থেকে গত সোমবার রাতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মী জেসমিন আক্তার (৩৫) এবং তার দুই সন্তান হাফিদা তাসলিম হিমি (৯) ও আবিলা তাহমিম হানির (৬) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন লাশগুলোর ময়না তদন্ত সম্পন্ন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. এএম সেলিম রেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর