শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারের অংশীদার হলো চীনা জোট

নিজস্ব প্রতিবেদক

চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত অংশীদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর পুনঃপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল এ অনুমোদন দেওয়া হয়।

চীনের এই কনসোর্টিয়াম ডিএসইর ব্লকড অ্যাকাউন্টে থাকা ১০ টাকা অভিহিত মূল্যের ২৫ শতাংশ বা ৪৫,০৯,৪৪,১২৫টি শেয়ার ২১ টাকা দরে কিনবে। এর আগে গত ৩০ এপ্রিল চীনের দুই শেয়ারবাজারকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদন দেয় ডিএসইর শেয়ারহোল্ডাররা। একই দিন বিকালে অনুমোদনের জন্য বিএসইসিতে প্রস্তাব জমা দেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। চীনের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে গত ২২ ফেব্রুয়ারি বিএসইসির কাছে আবেদন করে ডিএসই। তবে সে সময় বিএসইসি কিছু শর্তসাপেক্ষে তা সংশোধন করতে বলে।

সর্বশেষ খবর