রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

বিআরটিসির ১৫ বাস পুড়ল আগুনে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের জোয়ারসাহারায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে ১৫টি বাস পুড়ে গেছে। এর মধ্যে ৫টি ডাবল ডেকার বাস রয়েছে। শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোতে শতাধিক বাস ছিল। আগুন লাগার পর চালকরা অনেক বাস চালিয়ে বাইরে নিয়ে আসেন। ফলে ভয়াবহ ক্ষতি থেকে অনেক বাস রক্ষা পায়। জোয়ারসাহারা বাস ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কর্মীরা রাতের শিফটে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই ডিপোতে আগুন দেখতে পান। এর পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের গাড়িও এসেছিল। তবে পানি না থাকায় আগুন নেভানোর কাজ দেরিতে শুরু হয়। পরে পাশের একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। পুড়ে যাওয়া ১৫টি বাসের মধ্যে ৮টি বাসই অকেজো ছিল। পুড়ে যাওয়া সচল বাসের মধ্যে রয়েছে ৪টি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা, কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেক বাস আগুন থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিব নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানতে পারিনি। ঘটনাস্থলে যারা ছিল তারা কেউই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইলেকট্রিক ফাংশনের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর