শিরোনাম
রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

উপযুক্ত সময়ে কর্মসূচি দেবে বিএনপি : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে জোরালো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি সময় মতো ঘোষণা হবে। তাদের (সরকার) কোনো ভবিষ্যৎ নাই। কিছুদিন অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম বা           ওই ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না।’

গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ফোরামের উপদেষ্টা হাজী মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ এতে বক্তব্য দেন। কারাবন্দী খালেদা জিয়াকে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসার দাবিও জানান ব্যারিস্টার মওদুদ।

মওদুদ বলেন, ‘আমরা জানি কোনো ফ্যাসিবাদ সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উত্খাত করা যায় না। পৃথিবীর কোথাও সম্ভবপর হয়নি, আমাদের দেশেও অতীতে হয়নি।’

মাদকবিরোধী অভিযানে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের  গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযান বন্ধের দাবি জানিয়ে মওদুদ বলেন, ‘জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন থেকে এটা বন্ধের জন্য বলা হয়েছে। এমনকি তাদের (ক্ষমতাসীন) বুদ্ধিজীবীরা বলছেন, এটা বন্ধ করা দরকার। এই অভিযানের আরেকটি দিক হচ্ছে পুলিশের একটি অংশ বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে বলছে— তোমার বিরুদ্ধে মামলা দেব, বা তোমাকে গুলি করে মারব। এসব কথা বলে তার কাছ থেকে টাকা আদায় হলো মাদকবিরোধী অভিযানের আরেকটি বৈশিষ্ট্য।’

সর্বশেষ খবর