রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

জাদুঘরে নতুনভাবে সাজানো বাদ্যযন্ত্র গ্যালারি উদ্বোধন

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরে নতুনভাবে সাজানো বাদ্যযন্ত্র গ্যালারি উদ্বোধন

বাংলাদেশ জাতীয় জাদুঘরে বাদ্যযন্ত্র গ্যালারি নতুনভাবে সজ্জিত করা হয়েছে। গতকাল সকালে নতুন এই গ্যালারির উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। এ উপলক্ষে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাদুঘরের সচিব শওকত নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার ড. স্বপন কুমার বিশ্বাস, জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা বিভাগের কিপার নূরে নাসরীন, জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নবিদ আকছারুজ্জামান নূরী এবং সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের উপ-কিপার শক্তিপদ হালদার। আলোচনায় ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরে দীর্ঘ ৬ বছর পর বাদ্যযন্ত্র গ্যালারিটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শক্তিপদ হালদার বলেন, বাদ্যযন্ত্র  সংগীতোপযোগী শব্দ সৃষ্টিকারী যন্ত্র। এগুলো কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীতে ব্যবহূত হয়। নূরে নাসরীন বলেন, অতীতে বঙ্গদেশে যেসব বাদ্যযন্ত্র ব্যবহূত হতো সেসবের অনেকগুলোই বর্তমানে বিলুপ্ত বা অব্যবহূত; আবার বর্তমানে অনেক নতুন যন্ত্রেরও আবির্ভাব ঘটেছে। লোকবাদ্যযন্ত্র প্রধানত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহূত হয়। ড. স্বপন কুমার বিশ্বাস বলেন, বিশ্বের প্রায় সব আদিবাসী জনগোষ্ঠীই নৃত্যগীতপ্রিয়। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে কোনো উৎসব-অনুষ্ঠান ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সহকারে তারা একক বা বৃন্দ নৃত্যগীতি পরিবেশন করেন। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীসমূহও তাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবহমান রেখেছে। আকছারুজ্জামান নূরী বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত বিচিত্র বাদ্যযন্ত্র পাওয়ার কারণ বাঁশ, কাঠ, লোহা, তামা, চামড়া, মাটি, বেত ইত্যাদির সহজলভ্যতা ও প্রাচুর্যতা।

সর্বশেষ খবর